Latest News

Popular Posts

খলনায়ক অর্জুন কাপুর

খলনায়ক অর্জুন কাপুর

২০১৪ সালে একতা কাপুরের প্রযোজনায় মুক্তি পেয়েছিল ক্রাইম থ্রিলার ‘এক ভিলেন’। ছবিটি পরিচালনা করেছিলেন মোহিত সুরি। ছবিতে অভিনয় করেছিলেন সিদ্ধার্থ মালহোত্রা, রিতেশ দেশমুখ ও শ্রদ্ধা কাপুর।
শোনা যাচ্ছে, এবার ‘এক ভিলেন’- এর  সিক্যুয়েল আসছে ছবির নাম হবে ‘এক ভিলেন টু’। এই ছবিটি নিয়ে আসছেন ‘এক ভিলেনের’ পরিচালক মোহিত সুরি।
বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে বলা হয়েছে এই ছবিতে নিজের ফিল্মি ক্যারিয়ারে প্রথমবারের জন্য ‘ভিলেনের’ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অর্জুন কাপুরকে।
এর আগে ‘এক ভিলেন ‘ এ  খলনায়কের  চরিত্রে অভিনয় করে ছবির সব লাইমলাইটটুকুই কেড়ে নিয়েছিলেন রিতেশ দেশমুখ।
বলিউড মহলে জোর গুঞ্জন, ‘ এক ভিলেন ‘-এর একটি ফ্র্যাঞ্চাইজি বানাতে চলেছেন প্রযোজক একতা কাপুর ও পরিচালক মোহিত সুরি। যে ফ্র্যাঞ্চাইজিতে নায়কের তুলনায় ভিলেন অনেক বেশি শক্তিশালী এবং অন্যরকম।
তাই এখন কথা উঠেছে সিদ্ধার্থকে কি আবার পুরনো ভুমিকাতে দেখা যাবে এই ছবিতে ? নাকি তিনি নিজের জায়গা অর্জুনের জন্য ছেড়ে দেবেন?

টাটকা খবর বাংলায় পড়তে লগইন করুন www.mysepik.com-এ। পড়ুন, আপডেটেড খবর। প্রতিমুহূর্তে খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি লাইক করুন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *