কেবলমাত্র ঝকঝকে দাঁতের জন্যই নয়, টুথপেস্ট দিয়েই আরও অনেক ঘরোয়া কাজ করা সম্ভব।
হাত পুড়ে গেছে? পুড়ে যাওয়া অংশে খানিকটা পেস্ট লাগিয়ে নিন। এতে যন্ত্রণা কমবে। তবে খুব বেশি পুড়ে গেলে এই পদ্ধতি কাজে না লাগানোই ভালো।
সারাদিন রান্নাঘরে থেকে নখ হলুদ হয়ে গেছে? এই সমস্যার সমাধান হল টুথপেস্ট। একটুখানি টুথপেস্ট নিয়ে ভালো করে নখে ঘষে নিয়ে ধুয়ে ফেলুন। নখের হলুদ ভাব দূর হয়ে যাবে।
পছন্দের কাপড়ে দাগ লাগলে একটু সাদা টুথপেস্ট ম্যাসেজ করে রেখে দিন। মিনিট কুড়ি পর ধুয়ে ফেলুন।
মুখে ব্রণ হলে রাতে ব্রণের ওপর খানিকটা টুথপেস্ট লাগিয়ে ঘুমান। এতে ব্রণের আকার অনেকটাই ছোট হয়ে যাবে।
রুপো কিংবা জার্মান সিলভারের গয়নার চাকচিক্য ভাব বাড়াতে কালচে ছোপের ওপর টুথপেস্ট ঘষুন। উজ্জ্বলতা বাড়াতে এর জুরিমেলা ভার।