রণধীর রায়
আরও অনেক পথ ভোলা রাত একাকী তোমার
নির্জন তপস্যার কোলে আততায়ী সুখ,
চেনা পথ বড় অচেনা বাঁকে আরেকবার-
তের বছর পর সেই তুমি।
যদিও এই অবসন্তে হোঁচট খেয়েছি তোমায় চিনতে
হাত ধরে টানলে তাই- থমকে দাঁড়াল মুহূর্ত
ভুলে যাওয়া পরিচিত ব্যথারা জানান দিল
তের বছর!
বোকার মত দাঁড়িয়ে অনাকাঙ্খিত অযুহাত
শত প্রেক্ষাপট ক্যানভাসে বিবর্ণ আকাশ
শুধু আরেকবার ওই নাম নিতে হবে ভেবে
চমকে উঠেছিল মাটি বুকের কোথাও
তবুও তো টের পাইনি কেউ-
শান্ত নদীর গোপনে অশান্ত সেই ঢেউ।
ভবঘুরে ক্লান্ত নাগরিক যেন সাহারা
আমার হাত ছুঁয়ে যায় একাকী সে রোদ
চোখ জুড়ে তখনও বিশ্বাস-বেঁচে আছি
তুমি ছাড়া তোমাতে এই আছি বেঁচে বেশ।
জানালার তুমি ছিলে বুকে
দেখেছি টুকরো টুকরো কত তুমি
তের বছর আগে, সেই ছিল প্রিয়!
ফিরে যাও- তুমি থেকো জানলার ওপারে
চুরি করে দেখে নেব, কোন এক প্রেমিক দুপুরে।