রেলের মেশিনে চাপা পড়ে মৃত্যু ১, আহত ২

Mysepik Webdesk: মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে মুম্বই থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে। অম্বরনাথ এবং বদলাপুর স্টেশন এলাকার মাঝে রেলের ট্র্যাক পরীক্ষা করার সময় ট্রেন লাইনচ্যুত হয়ে যায় এবং মেশিনটি উলটে যায়। আর তাতেই মেশিনের তলায় চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান এক চুক্তিভিত্তিক কর্মী। আরও দুই কর্মী মারাত্মকভাবে জখম হন। আহত কর্মীদের দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তাদের দু’জনের অবস্থায় আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: স্ত্রী ছেড়ে চলে যাওয়ায় রাগের বসে ১৮ জন মহিলাকে খুন, ধৃত সিরিয়াল কিলার

এ দিন ভোরের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার জেরে ওই রুটের সমস্ত লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এক্সপ্রেস ট্রেনগুলিকে অন্য রুট দিয়ে চালানো হচ্ছে। এদিকে শ্রমিক সংগঠন রেলের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে। রেল কর্তৃপক্ষ দুর্ঘটনার আসল কারণ জানার জন্য তদন্তের নির্দেশ দিয়েছে।