কাবুলে ফের গাড়িবোমা বিস্ফোরণে মৃত ১২

Mysepik Webdesk: দোহাতে শান্তি আলোচনার মধ্যেই একের পর এক হিংসাত্মক ঘটনা ঘটে চলেছে কাবুলে। জঙ্গি হামলায় বিপর্যস্ত আফগানিস্তানের রাজধানী কাবুল। কখনও রকেট হামলা, আবার কখনও আত্মঘাতী বিস্ফোরণ। গত কয়েকদিন আগেই চৌম্বুক বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছিল কাবুলের ডেপুটি গভর্নর মাহবুবউল্লাহ মোহেবির। এবার একটি ভয়ঙ্কর গাড়ি বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে অন্তত ১২ জনের। জখম হয়েছেন ১৫ জন। তাঁদের প্রত্যেককেই হাসপাতালে ভরতি করা হয়েছে। আফগান স্বাস্থ্য মন্ত্রকের তরফে এই বিস্ফোরণের সত্যতার কথা স্বীকার করা হয়েছে। এই ঘটনার এখনও পর্যন্ত কোনও জঙ্গিগোষ্ঠী দায় স্বীকার না করলেও এর পিছনে তালিবানরা রয়েছে বলেই অনুমান আফগানিস্তান সরকারের।
আরও পড়ুন: মার্কিন মন্ত্রিসভায় এই প্রথম কোনও আদিবাসী মহিলা

এই ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র তারিক আরিয়ান জানান, “রবিবার সকালে জঙ্গিরা কাবুল শহরের পশ্চিম দিকে গাড়ি বোমা বিস্ফোরণ করেছে। এর ফলে দুর্ভাগ্যবশত আমাদের দেশের ১২ জন নাগরিকের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন ১৫ জনেরও বেশি মানুষ। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এর দায় স্বীকার করেনি। তবে বিস্ফোরণের ধরন দেখে এর পিছনে তালিবান জঙ্গিদের হাত রয়েছে বলেই মনে করা হচ্ছে।”