বন্ধ হয়ে যেতে পারে MPL, Paytm First Game সহ ১৩২টি অ্যাপ, কেন্দ্রকে চিঠি রাজ্যের

Mysepik Webdesk: ভারতের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার পাশাপাশি ভারতের নাগরিকদের তথ্য সুরক্ষিত রাখতে ইতিমধ্যেই ভারতে ২০০ টিরও বেশি চিনা অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে। তবে এবার MPL, Paytm First Game, Adda52-এর মতো ১৩২টি ওয়েবসাইট এবং কয়েকটি অ্যাপের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে অন্ধ্রপ্রদেশ সরকার। রাজ্যের অভিযোগ, ওই অ্যাপগুলি অনলাইন জুয়া এবং অনলাইন বেটিংয়ে ব্যাবহারকারীদের প্ররোচনা দিচ্ছে।

ওই অ্যাপগুলি দেশীয় অ্যাপ হওয়া সত্ত্বেও ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশ সরকার সেগুলিকে বন্ধ করার জন্য ইন্টারনেট পরিষেবা সরবরাহকারীদের নির্দেশ দেওয়ার জন্য কেন্দ্রের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের কাছে চিঠি দিয়ে অনুরোধ করেছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন একটি তালিকাও জমা দেন। ওই তালিকায় ১৩২ টি ওয়েবসাইট এবং কয়েকটি অ্যাপ্লিকেশনের নাম রয়েছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহনের দাবি, অনলাইন বাজি এবং গেমিংয়ের নেশায় ইউজাররা তাদের টাকা খুইয়ে ফেলছেন এবং জনসাধারণের মধ্যে হিংসামূলক আচরণের সৃষ্টি হচ্ছে। সেই কারণেই ১৯৭৪’-এর আওতায় ওই অ্যাপ এবং ওয়েবসাইটগুলিকে ব্যান করা হয়েছে।