Mysepik Webdesk: অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডে ঢুকে অপহরণ করা হয়েছে ১৭ বছর বয়সী একটি ছেলেকে। বুধবার যেকোনটাই অভিযোগ ওঠে চিনের পিপলস লিবারেশন আর্মির বিরুদ্ধে। অপহৃত কিশোরের নাম মিরাম তারন। অভিযোগ, বেআইনিভাবে পিপলস লিবারেশন আর্মির সেনারা অরুণাচল প্রদেশের আপার সিয়াং জেলার কাছে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে মিরাম তারনকে অপহরণ করেছে। অরুণাচল প্রদেশে সাংপো নদী যেখানে ভারতে প্রবেশ করেছে ,তার কাছেই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। সাংপো নদী অরুণাচল প্রদেশে সিয়াং এবং অসমে ব্রহ্মপুত্র নামে পরিচিত।
আরও পড়ুন: উত্তরাখন্ড ভোট: বিজেপিতে যোগ দিলেন জেনারেল বিপিন রাওয়াতের ভাই
ওই ঘটনার সময় তারনের বন্ধু জনি ইয়াইয়িং কোনও ভাবে সেখান থেকে পালিয়ে যায়। তারপরেই সে তারনের অপহরণের ঘটনা স্থানীয় প্রশাসনের কাছে ফাঁস করে। গাও সুবানসিরি জেলার পুলিশ সংবাদসংস্থা পিটিআইকে এই বিষয়ে অবহিত করে। পিটিআই জানাচ্ছে, তারন ও জনি এরা দুজনেই জিডো গ্রামের বাসিন্দা ও পেশায় শিকারি। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই ধরণের ঘটনা এই প্রথম নয়, এর আগেও একাধিকবার এই ধরণের ঘটনা ঘটেছিল। ২০২০ সালের সেপ্টেম্বর মাসে পিএলএ অরুণাচল প্রদেশের উচ্চভূমির সুবানসিরি জেলা থেকে পাঁচটি ছেলেকে অপহরণ করেছিল পিপলস লিবারেশন আর্মি এবং প্রায় এক সপ্তাহ পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।