Mysepik Webdesk: ইউক্রেনের ওপর হামলার দ্বিতীয় দিনে রাশিয়ার বাহিনী কৃষ্ণ সাগরে রোমানিয়ার একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এটি কোনও ন্যাটো সদস্যের ওপর রাশিয়ার প্রথম হামলা। ন্যাটো বলেছে, আমাদের কোনও সদস্যের ওপর হামলা হলে আমরাও জবাব দেব। এদিকে পুতিন বলেছেন, আমরা ইউক্রেন দখল করতে চাই না। ইউক্রেনের সেনাবাহিনীর উচিত আত্মসমর্পণ করা।
আরও পড়ুন: এক লক্ষেরও বেশি মানুষ গৃহহারা ইউক্রেনে: প্রেসিডেন্ট বললেন, অবস্থা আফগানিস্তানের মতো

এদিকে, ক্রমে খারাপ হতে চলা পরিস্থিতিতে ইউক্রেনে এই মুহূর্তে ভারতীয়রাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। এরমধ্যে বহু ছাত্রছাত্রী দেশটিতে পড়াশোনা করতে গিয়েছেন। আটকে পড়া পড়ুয়াদের সংখ্যাটা ছিল প্রায় ১৮ হাজার। যুদ্ধ শুরু হয়ে যাওয়ায় তাঁরা এখনও ভারতে ফিরতে পারেনি। এঁদের মধ্যে পশ্চিমবঙ্গের বাসিন্দাও রয়েছেন। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, ইউক্রেনের বিভিন্ন শহরে আটকে পড়া ভারতীয় ছাত্রছাত্রীদের দেশে ফেরত পাঠানো শুরু হয়েছে। এর জন্য এয়ার ইন্ডিয়ার ২টি বিমান পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। হাঙ্গেরি, পোল্যান্ড এবং রোমানিয়া হয়ে ভারতে আনা হবে তাঁদের। এর পুরো খরচ সরকার বহন করবে। তাদের জন্য বাসেরও ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীদের গাড়িতে ভারতীয় পতাকা রাখতে বলা হয়েছে।
ভারতীয় ছাত্রদের প্রথম ব্যাচ ইউক্রেন-রোমানিয়া সীমান্তের উদ্দেশে চেরনিভ্সি ছেড়েছে। এখান থেকে তাদের দেশে ফেরত পাঠানো হবে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে এ তথ্য পাওয়া গেছে। বিদেশ মন্ত্রক কর্তৃক স্থাপিত ক্যাম্প অফিসগুলি এখন যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেনের পশ্চিম অংশের লভিভ এবং চেরনিভ্সি শহরে চালু রয়েছে। MEA এই অফিসগুলিতে রাশিয়ান-ভাষী অফিসারদের নিযুক্ত করছে। এই ছাত্রদের রোমানিয়ার রাজধানী বুখারেস্টে নিয়ে যাওয়া হয়, যা ইউক্রেন-রোমানিয়ান সীমান্ত থেকে ৫০০ কিলোমিটার দূরে অবস্থিত। সড়কপথে দূরত্ব অতিক্রম করতে সাত থেকে নয় ঘণ্টা সময় লাগে। এয়ার ইন্ডিয়া রাত ২টোর দিকে বুখারেস্টে দু’টি ফ্লাইট পাঠাবে। সেখানেই এই ছাত্ররা উঠবেন বলে খবর।