হকি, শ্যুটিং সহ ২০টি স্পোর্টস ফেডারেশন এক বছরের জন্য স্বীকৃতি পাবে, এই মেয়াদে অনুষ্ঠিত হবে নির্বাচন

Mysepik Webdesk: ক্রীড়া মন্ত্রণালয় ২০টি জাতীয় ক্রীড়া সংস্থাকে স্বীকৃতি দিয়েছে। হকি ইন্ডিয়া, এনআরএআই, জুডো, সাইক্লিং, সাঁতারের মতো ক্রীড়া সংস্থাগুলি পুরো এক বছরের জন্য স্বীকৃত। বক্সিং, ফুটবল এবং অ্যাথলেটিক্স এই বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত স্বীকৃত হয়েছে। এই তিনটি স্পোর্টস অ্যাসোসিয়েশনকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, তাদের স্পোর্টস কোড অনুযায়ী তাদের নির্বাচন অনুষ্ঠিত করতে হবে, তবেই তাদের পূর্ণ স্বীকৃতি দেওয়া হবে। শুধু তা-ই নয়, মন্ত্রণালয় জাতীয় ক্রীড়া ফেডারেশনগুলিকে ছ’টি স্পোর্টস কোড পুরোপুরি অনুসরণ করতেও বলেছে।
আরও পড়ুন: ব্যাডমিন্টন: ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসে সরাসরি প্রবেশ করতে পারবেন না সিন্ধু
এই ক্রীড়া সংস্থাগুলিকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে মন্ত্রণালয় দিল্লি হাইকোর্টকে জানিয়েছে। সোমবার, ভারোত্তোলন ও রেসলিং অ্যাসোসিয়েশনকে স্বীকৃতি প্রদানের আদেশটি সরকারিভাবে জারি করা হয়েছিল। হাইকোর্টে দায়ের করা দ্বিতীয় হলফনামায় হকি ইন্ডিয়া, ফেন্সিং, পাঞ্চক সিলাত, সাঁতার এবং সফট টেনিসের স্বীকৃতি ঘোষণা করেছে মন্ত্রণালয়। তাছাড়াও তৃতীয় হলফনামায় ১৫টি ক্রীড়া সংস্থাকে স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে রয়েছে শ্যুটিং, সাইক্লিং, জুডোর মতো ক্রীড়া সংস্থাগুলিও।
আরও পড়ুন: সুদেভা এফসির হয়ে খেলতে নামছেন পিন্টু মাহাতো
অ্যাথলেটিক্স, বক্সিং এবং ফুটবল অ্যাসোসিয়েশন নির্বাচন এই বছর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে স্থগিত করা হয়েছে। এই তিন অ্যাসোসিয়েশন ছাড়াও আরও অনেক স্পোর্টস অ্যাসোসিয়েশন রয়েছে, যেখানে এ-বছর নির্বাচন অনুষ্ঠিত হবার কথা। এই সমস্ত ক্রীড়া সংস্থা কেবল ৩১ ডিসেম্বর পর্যন্ত মান্যতা পাবে। মন্ত্রণালয় স্পোর্টস অ্যাসোসিয়েশনগুলিকেও স্পষ্ট জানিয়েছে যে, স্পোর্টস কোড পুরোপুরি অনুসরণ করার পরে তারা যেন তাদের ওয়েবসাইটে রিপোর্ট আপলোড করে।