সরকারি ব্যাঙ্কের জন্য ২০ হাজার কোটি টাকা বরাদ্দ

Mysepik Webdesk: ব্যাঙ্কিং ব্যবস্থা ঢেলে সাজাতে তথা সরকারি ব্যাঙ্কগুলিকে পুনরুজ্জীবিত করতে নতুন পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এদিন ২০২১ সাধারণ বাজেটে একথা ঘোষণা করলেন তিনি। করোনাকালে এবারের বাজেট অধিবেশন যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ভারতের ইতিহাসে এই প্রথম পেপারলেস বাজেট। সাংসদরাও বাজেটের নথি পাবেন ডিজিটাল মাধ্যমে। সরকারি ব্যাঙ্কগুলিকে বাঁচাতে ২০ হাজার কোটি টাকা বরাদ্দ করার কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পাশাপাশি ১০ টি ব্যাঙ্ককে একসঙ্গে যুক্ত করে চারটি ব্যঙ্কে পরিণত করার কথাও জানালেন তিনি।
আরও পড়ুন: বাজেটে রেলের বরাদ্দ ১,১০,০৫৫ কোটি টাকা

ব্যাঙ্কে বিনিয়োগের পাশাপাশি এলআইসির আইপিও খোলাবাজারে আনার কথাও ঘোষণা করলেন অর্থমন্ত্রী। এছাড়াও বিমাক্ষেত্রকে চাঙ্গা করতে বিদেশি বিনিয়োগের মাত্রা বাড়ানোর কথাও ঘোষণা করেন তিনি। তিনি জানান, বিমাক্ষেত্রে শর্ত সাপেক্ষে বিদেশি বিনিয়োগের মাত্রা ৪৯ শতাংশ থেকে ৭৪ শতাংশ পর্যন্ত করা হবে। এছাড়াও এলআইসি-র আইপিও ২০২০ থেকেই খোলা বাজারে কেনা যাবে। ক্রয়যোগ্য বন্ড কেনার জন্য একটি সংস্থা তৈরির ব্যাপারেও এদিন তিনি আলোকপাত করেন।