বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকে স্মৃতি ভুলে যাওয়া বা আলঝেইমার রোগে আক্রান্ত হন। এ রোগের কোনো প্রতিকার নেই। তবে প্রথম অবস্থায় এ রোগের ভয়াবহতা কমানো যায়। আলঝেইমার হলে কিছু প্রাথমিক লক্ষণ প্রকাশ পায়। যেমন- ১. এই রোগের প্রাথম লক্ষণই হলো কাজকর্ম ভুলে যাওয়া। হতে পারে কারও নাম, ফোন নাম্বার, তারিখ,সময়। আবার একই জিনিস বারবার জানতে চাইলেও বুঝতে হবে সেই মানুষের আলঝেইমারের ঝুঁকি বাড়ছে। যদিও বয়স বাড়ার সঙ্গে অনেকের স্মৃতিশক্তি লোপ পেতে থাকে। তবে আলঝেইমারে আক্রান্তরা দিনের অনেক ছোটখাটো কাজও মনে রাখতে পারেন না। ২. আলঝেইমারের লক্ষণ দেখা দিলে সেই মানুষের মধ্যে কাজের পরিকল্পনা ও তাকে কার্যকর করার অক্ষমতা দেখা দেয়। ৩. স্মৃতিশক্তি ধিরে ধিরে কমতে থাকলে অনেকে দিন, মাস,এবং সময়ের কথাও মনে রাখতে পারে না। আচমকা তারা মনে করতে পারে না তারা কোথায় আছে, কি করছে। ৪. আলঝেইমারে আক্রান্ত হওয়ার আগে অনেকের দেখতে সমস্যা হয়। বিশেষ করে তারা রঙ চিনতে পারে না। গাড়ি চালাতেও তাদের সমস্যা হয়।তারা সময় ও স্থানের মধ্যে সংযোগ করতে পারে না। ৫.অনেকেই জিনিসপত্র কোথায় রাখেন তা ভুলে যান। এরপর ভুল জায়গায় খোঁজাখুঁজি করে। ৬. অনেকের বিচার-বিবেচনা কাজ করে না আলঝেইমার হলে। বিনা বিবেচনায় তারা ভুলভাল সিদ্ধান্ত নেন। ৭. আলঝেইমারের লক্ষণ দেখা দিলে অনেকের মধ্যে ভয়, উদ্বিগ্নতা, অবিশ্বাস ইত্যাদি কাজ করে। অন্যের সঙ্গে তারা তর্কেও লিপ্ত হয়। বিশেষজ্ঞদের মতে, আলঝেইমারের ফলে ধীরে ধীরে তাদের নিজের কাজ করার সামর্থ্য কমে যায়। এই কারণে প্রাথমিক অবস্থাতেই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
Read more