বর্তমানে বিয়ের আগে ও পরের মুহূর্ত গুলোকে স্মরণীয় করে রাখতে নানান রকমের কর্মকান্ড করে থাকেন মানুষজন। এখন আবার ট্রেন্ড শুরু হয়েছে পোস্ট ওয়েডিং ফটোগ্রাফি। যেখানে নানান রকম ভাবে নানান রকম পোজ দিয়ে ফটো তুলতে দেখা যায় নবদম্পতিদের। সদ্য সেই রকমই এক নবদম্পতির পোস্ট ওয়েডিং ফটোগ্রাফি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তারা নোংরা কাদামাটির মধ্যে নেমে ছবি তুলেছেন। নিউজ এইটিন জানায়, কেরালার এক দম্পতি অভিনব উপায়ে ছবি তুলতে গিয়ে নেমে গেলেন কাদামাটিতে। তাদের গায়ে কাদা মাখামাখির সেই ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। আর তা নিয়ে নিয়ে সৃষ্টি হয়েছে নানা আলোচনা, তর্ক ও বিতর্কও। জানা গেছে, ওই নবদম্পতির নাম জোসে ও অনিশা। তাদের পোস্ট ওয়েডিং ফটোগ্রাফির জন্য ছবি তুলে দেয় কেরালারই একটি ফটোগ্রাফি হাউস। বিনু সিনস ফটোগ্রাফি নামে একটি প্রতিষ্ঠান তাদরে নিজেদের ফেসবুক পেজে পোস্ট করেন সেই সব ছবি। পরস্পরকে জড়িয়ে ধরা জোসে-অনিশার ছবিগুলো দেখে মজার মজার মন্তব্য করে নেটিজেনরা। কেউ বলেন, ‘মাটির কাছাকাছি থাকা দম্পতি।’ অনেকে তাদের ব্যঙ্গ করতেও ছাড়েননি।
Read more