২৫ নয় ৪৬ শতাংশ ট্রেন চলবে শিয়ালদা ডিভিশনে

Mysepik Webdesk: করোনা সংক্রমণের কারণে দীর্ঘ ২৩২ দিন ধরে বন্ধ রয়েছে লোকাল ট্রেন। তবে আগামী গা নভেম্বর বুধবার থেকে রাজ্যে চালু হতে চলেছে লোকাল ট্রেন। গত বৃহস্পতিবার নবান্নে রাজ্য-রেলের বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেক্ষেত্রে পরিষেবা শুরু হওয়ার কথা ছিল ২৫ শতাংশ ট্রেন দিয়ে। কিন্তু শুক্রবার সেই সিদ্ধান্ত বদল করে জানানো হয়েছে ২৫ শতাংশ নয়, শিয়ালদা ডিভিশনে ট্রেন চলবে ৪৬ শতাংশ। নিত্যযাত্রীদের ভিড়ের কথা মাথায় রেখে ঠিক এই বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলের সামনে তুলে ধরতে বলেছিলেন। সেইমতো বদল হয় সিদ্ধান্তের।
আরও পড়ুন: সুখবর, ৩৫ লাখ চাকরি দিচ্ছে রাজ্য সরকার, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

জানা গিয়েছে, আপাতত পুরনো টাইম টেবিল অনুযায়ী ট্রেন চলাচল করবে। করোনা সংক্রমণের আগের চেয়ে ৫০ শতাংশ বা তার বেশি ট্রেন চলবে বিভিন্ন শাখায়। বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে, সোশ্যাল ডিসট্যান্সিং নিশ্চিত করতে রাজ্য ও রেল যৌথভাবে কাজ করবে। এছাড়াও যে স্টেশনগুলোতে রেল নিরাপত্তা দিতে অক্ষম, সেই স্টেশনগুলোতে নিরাপত্তা দেবে রাজ্য পুলিশ।