Mysepik Webdesk: প্রতি মুহূর্তে জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা করোনাভাইরাসের সঙ্গে লড়াই করে যাচ্ছেন। এর ফলে বিশ্বের একাধিক প্রান্তে তাঁরা করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা করতে গিয়ে নিজেরাই আক্রান্ত হয়ে যাচ্ছেন। তবুও থেমে নেই তাঁদের এই লড়াই। গোটা বিশ্বের পাশাপাশি পশ্চিমবঙ্গেও করোনা রোগীর চিকিৎসা করতে গিয়ে করোনা আক্রান্ত হয়েছেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা।
আরও পড়ুন: সুশান্তের নামে তাঁরই এক ভক্ত তারার নামকরণ করলেন
এবার করোনার বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে একসঙ্গে দুই চিকিৎসক-সহ মোট ২৮ জনের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। এদের মধ্যে ২৬ জনই চিকিৎসাধীন রোগী। তাঁর মধ্যে ৮ জন মেডিসিন বিভাগের এবং ৯ জন সার্জারি বিভাগে ভর্তি ছিলেন। এছাড়াও প্রসূতি বিভাগের তিনজন, অর্থোপেডিক বিভাগের দুজন, প্লাস্টিক সার্জারি বিভাগের একজন, হৃদরোগ বিভাগের দুজন এবং রেডিওথেরাপি বিভাগের একজন রোগী। এই ঘটনায় গোটা হাসপাতালে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।