সপ্তাহে ৩ দিন ছুটি! আসছে কেন্দ্রের নতুন শ্রমআইন

Mysepik Webdesk: এবার আর সপ্তাহে দু’দিন নয়, ছুটি থাকবে তিনদিন। অর্থাৎ অফিসে কাজ করতে হবে মাত্র চারদিন। খুব শীঘ্রই নতুন এই শ্রমআইন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। তবে নয়া লেবার কোড এক্ষেত্রে সপ্তাহে পাঁচদিন বা ছ’দিন পর্যন্তও কাজের সুযোগ দেওয়া হবে। মোটকথা সপ্তাহে মোট ৪৮ ঘণ্টা কাজ করতে হবে। তবে প্রতিটি ক্ষেত্রে থাকছে তিনটি বিকল্পের ব্যবস্থা। যেমন, প্রতিদিন ১২ ঘণ্টা করে সপ্তাহে চারদিন, প্রতিদিন ১০ ঘণ্টা করে সপ্তাহে পাঁচদিন এবং প্রতিদিন ৮ ঘন্টা করে সপ্তাহে ছদিন কাজ করা যাবে।
আরও পড়ুন: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারীকরণের সিদ্ধান্ত, ফের দু’দিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক

কেন্দ্রীয় শ্রমসচিব এই প্রসঙ্গে জানিয়েছেন, এই নিয়মের জন্য অবশ্য কোনও সংস্থাকে জোর দেওয়া হবে না। দেশের কর্মসংস্কৃতিতে আগামী দিনে যে পরিবর্তন আসছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখেই শুধুমাত্র কর্মবিধির ক্ষেত্রে কিছুটা ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। তবে চূড়ান্ত নিয়মে কিছু পরিবর্তন করা হবে। চুক্তিভিত্তিক কর্মী, পরিযায়ী শ্রমিক-সহ অসংগঠিত শ্রমিকদের ক্ষেত্রে কর্মীদের নথিভুক্ত করার জন্য আগামী জুনের মধ্যেই একটি অনলাইন পোর্টাল চালু করার কাজ শুরু করতে চলেছে কেন্দ্র। মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ওই পোর্টালে কর্মীদের স্বাস্থ্য, বাড়ি, বিমা, খাদ্য প্রকল্প-সহ যাবতীয় সুযোগ-সুবিধা দেওয়া হবে। সেইসঙ্গে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার আওতায় এক বছরের জন্য তাঁদের দুর্ঘটনা এবং প্রতিবন্ধকতা জনিত ইনসেনটিভও প্রদান করা হবে।