কাশ্মীরে আল বদর জঙ্গিদের ডেরা থেকে গ্রেপ্তার ৪ জঙ্গি

Mysepik Webdesk: কাশ্মীরকে বার বার রক্তাক্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে জঙ্গিরা। এবার বেআইনি অস্ত্র লুকিয়ে রাখার জন্য কাশ্মীরের আল বদর জঙ্গিগোষ্ঠীর একটি ডেরা থেকে গ্রেফতার করা হয়েছে চার জঙ্গিকে। তাদের কাছ থেকে AK 56 রাইফেল, ম্যাগাজিন, হ্যান্ড গ্রেনেড, কার্তুজ-সহ প্রচুর অস্ত্রশস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। পুলিশের কাছে তারা স্বীকার করেছে, পরবর্তীকালে সন্ত্রাসের কাজে ব্যবহার করার জন্য ঘাসের স্তূপের ভিতরে তারা বেআইনি অস্ত্র লুকিয়ে রেখেছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অস্ত্র-সহ চারজনকে হাতেনাতে পাকড়াও করে।
আরও পড়ুন: করোনার নতুন স্ট্রেনের সন্ধান অন্ধ্রপ্রদেশের মহিলার শরীরে!

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ও সেনার যৌথবাহিনী গত ২৩ এবং ২৪ তারিখ অবন্তীপোরার দাদসারা ও লারমো গ্রামে অভিযান চালায়। সন্দেহভাজন হিসেবে আগে থেকেই ধৃতদের নাম ছিল পুলিশের খাতায়। ওই চারজনের নাম প্রকাশ্যে এনেছে পুলিশ। চারজনের নাম যথাক্রমে ইয়ার আজিজ, সাজ্জাদ আহমেদ পারে, আবিদ মজিদ শেখ, শওকত আহমেদ। এরা প্রত্যেকেই লারমো এবং দাদাসারা গ্রামের বাসিন্দা। অবন্তীপোরা থানায় ওই চারজনের বিরুদ্ধেই বেআইনি অস্ত্র ধারায় মামলা করা হয়েছে।