৪১, ৪৪ নাকি ৪৬, জন্মদিনেও জানা গেল না আফ্রিদির আসল জন্মদিন

Mysepik Webdesk: শাহিদ আফ্রিদি তাঁর জন্মদিন পালন করেছেন আজ, ১ মার্চ। পাকিস্তানি এই অলরাউন্ডার টুইটারে সবাইকে ধন্যবাদও জানিয়েছেন। তবে এই ক্রিকেটারের টুইটের পরে একটি নতুন বিতর্ক ছড়িয়ে পড়ে। আফ্রিদি দাবি করেছিলেন যে, তাঁর বয়স ৪৪ বছর। এদিকে, অনেক ওয়েবসাইটে শাহিদ আফ্রিদির বয়স ৪১ বছর বলা হচ্ছে। এরপরে তাঁর ভক্তরা ভাবছেন এই প্রাক্তন পাকিস্তানি অধিনায়কের আসল বয়সটা তবে কত? তাঁর আসল জন্মদিন নিয়ে অনেকেই আরও সংশয়ী হয়ে উঠেছে, কারণ তিনি নিজের অটো বায়োগ্রাফিতে জন্মের বছরটিকে আলাদাই দিয়েছেন।
আরও পড়ুন: কান্নাকাটি বন্ধ করে প্রস্তুতি নিক ইংল্যান্ড, পিচ বিতর্কে ভারতের পাশে ভিভ রিচার্ডস
তাঁর ‘গেম চেঞ্জার’ বইটি ২০১৯ সালে প্রকাশিত হয়েছিল। শাহিদ আফ্রিদি দাবি করেছিলেন যে, তাঁর জন্মের বছরটি ১৯৭৫ সালে, ১৯৮০-তে নয়। যদিও এর আগেও তাঁর জন্মের বছরটি ১৯৮০ হিসাবেই মানা হত। এর অর্থ হল যে, আফ্রিদির বয়স ৪৬ বা ৪৪ কোনোটিই নয়। আফ্রিদির জন্মদিন সংক্রান্ত এই বৈষম্যের কারণে অনেকেই তাঁকে অনলাইনে ট্রোল করেছেন।
আরও পড়ুন: ক্রিকেট সিরিজ খেলতে ভারতে আগমন প্রোটিয়া প্রমীলা বাহিনীর

কিছু অনুরাগী শাহিদ আফ্রিদিকে তাঁর জন্মদিনে অভিনন্দন জানিয়েছিলেন, আবার অনেকে জন্মের বছরটি নিয়ে ট্রোলড করেছিলেন। অনেকেই বলেছেন, আফ্রিদির একসঙ্গে তিনটি জন্মদিন রয়েছে। অনেক ভক্ত এই প্রশ্নটিও জিজ্ঞাসা করেছিলেন, আফ্রিদির বয়স সম্পর্কিত রেকর্ডগুলির কী হবে? অনেকে আবার আফ্রিদির ৪১ বছর বয়সের স্ক্রিনশট শেয়ার করেছেন। এমনকী অনেকে এও বলেছেন যে, প্রতি বছর আফ্রিদির জন্মদিনে তাঁর বয়স আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়।