দীর্ঘ ১৮ মাস পর কাশ্মীরে ফিরল 4G পরিষেবা

Mysepik Webdesk: প্রায় ১৮ মাসের অপেক্ষা। অবশেষে শুক্রবার রাতে কাশ্মীরে চালু করা হল 4G পরিষেবা। এবার থেকে কাশ্মীরের সমস্ত মানুষ 4G পরিষেবা ব্যবহার করতে পারবেন। কাশ্মীরের বিদ্যুৎ ও তথ্য দফতরের প্রধান সচিব রোহিত কনসাল টুইট করে এই খবর জানিয়েছেন। তিনি টুইট করে লেখেন, ‘জম্মু ও কাশ্মীরের সর্বত্র 4G পরিষেবা চালু করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে’।
আরও পড়ুন: ঐতিহাসিক ডি এন ঝা-র মৃত্যু: ইতিহাস চর্চার এক অধ্যায়ের অবসান
গত ২০১৯ সালের ৫ আগস্ট কাশ্মীরে ৩৭০ ধারা রদ এবং কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করার কয়েক ঘন্টা আগে জম্মু-কাশ্মীরে 4G ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। ২০২০ সালের জানুয়ারি মাসে 2G পরিষেবা ব্যবহারের সুযোগ পান কাশ্মীরের বাসিন্দারা। দীর্ঘদিন ধরে 4G পরিষেবা এবং টেলিফোন পরিষেবা বন্ধ রাখার পর কিছুদিন আগে অবশ্য টেলিফোন পরিষেবা চালু করা হয়। তবে গতি কমিয়ে দেওয়া হয়েছিল মোবাইল ইন্টারনেট পরিষেবার। অবশেষে শুক্রবার রাত থেকে জম্মু ও কাশ্মীরের সব জায়গায় উচ্চগতিসম্পন্ন 4G ইন্টারনেট চালু করা হয়েছে।