হাথরস কাণ্ডে দাঙ্গা ছড়াতে বিদেশ থেকে এসেছে ৫০ কোটি টাকা!

Mysepik Webdesk: উদ্দেশ্য ছিল, হাথরস গণধর্ষণ কান্ডকে কেন্দ্র করে দাঙ্গা বাধিয়ে দেওয়া। সেই কারণে জাতীয় দাঙ্গা ছড়ানোর জন্য পপুলার ফ্রন্ট ইন্ডিয়ার (popular front of india) কাছে বিদেশ থেকেও টাকা এসেছে। সম্প্রতি এরকমই একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ইডি। ইডি জানিয়েছে পপুলার ফ্রন্ট ইন্ডিয়ার ফান্ডিংয়ের জন্য ৫০ কোটি টাকা এসেছে মরিশাস (mauritius) থেকে। এছাড়াও গোটা ঘটনার জন্য ১০০ কোটি টাকারও বেশি টাকা ফান্ডিং হয়েছে।
আরও পড়ুন: লেহ-মানালি সংযোগকারী অটল টানেলের ভেতরে থাকবে BSNL -এর নিরবিচ্ছিন্ন 4G ইন্টারনেট
ইতিমধ্যেই হাথরস গণধর্ষণ কান্ডকে কেন্দ্র করে দাঙ্গা ছড়ানোর জন্য মথুরা থেকে চার অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তারা প্রত্যেকেই পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। তাদের জেরা করে এই চাঞ্চল্যকর ঘটনার কথা জানতে পেরেছে ইডি। ওই চারজনের কাছ থেকে উস্কানিমূলক লিফলেট উদ্ধার করা হয়েছে, যেগুলি তারা জনসাধারণের মধ্যে বিলি করার চেষ্টায় ছিল। উত্তরপ্রদেশে দাঙ্গা করে গোটা বিশ্বের কাছে যোগী আদিত্যনাথ এবং নরেন্দ্র মোদির ভাবমূর্তি নষ্ট করে ছিল তাদের উদ্দেশ্য।