সোমবার থেকে ৭ দিন পূর্ণ লকডাউন বাংলাদেশে

Mysepik Webdesk: বাংলাদেশ সরকার শনিবার করোনাভাইরাসের বিস্তার রোধে সোমবার থেকে সাতদিন ব্যাপী দেশব্যাপী লকডাউন ঘোষণা করেছে। সড়ক পরিবহণ এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই ঘোষণা করেছেন। মন্ত্রী অবশ্য বলেছেন, কারখানা এবং শিল্পাঞ্চলগুলি সীমিত সংখ্যক শ্রমিকদের জন্য খোলা থাকবে।
আরও পড়ুন: ইউটার্ন পাকিস্তানের, ভারত থেকে তুলো ও চিনি আমদানিতে ‘না’ ইমরান মন্ত্রিসভার
জনপ্রশাসন প্রতিমন্ত্রী হোসেন বলেন, “লকডাউনের সময় কোভিড বিধি বজায় রেখে বিভিন্ন শিফটে শ্রমিকদের জন্য কারখানা এবং শিল্পাঞ্চল খোলা থাকবে।” লকডাউন চলাকালীন জরুরি পরিষেবা ক্ষতিগ্রস্ত হবে না বলেও জানিয়েছেন মন্ত্রী।