পিকআপ গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষে মৃত ৭, আহত ৩২

Mysepik Webdesk: ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের পিলিভিতে পুরণপুরের ন্যাশনাল হাইওয়ের উপর। একটি পিকআপ গাড়ির সঙ্গে একটি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে ৭ জনের। এছাড়াও আরও ২৪ জন মারাত্মক আহত হয়েছেন। আহতদের বরেলির জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে পুলিশ ও উদ্ধারকারীর দল।
আরও পড়ুন: ভারতের অখণ্ডতাকে অবমাননা, রাষ্ট্রদ্রোহের অভিযোগ FLIPKART -এর বিরুদ্ধে
জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বাসটি লখনউ থেকে পিলিভিতে যাচ্ছিল। সেইসময়ই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ গাড়িকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। বাকি ৬ জনের হাসপাতালে যাওয়ার পথে এবং হাসপাতালে যাওয়ার পর মৃত্যু হয়। জানা গিয়েছে, সংঘর্ষের পর বাসটি পুরোপুরি উল্টে যায় ৷ এর জেরে একাধিক যাত্রী বাসের নিচে চাপা পড়ে যায়। এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আহতদের সম্পূর্ন সহযোগিতা করার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি।