কৃষক আন্দোলনের ৭০ দিন: আজ হরিয়ানায় মহাপঞ্চায়েত, দাবি না মানলে সারাদেশে হবে মহাপঞ্চায়েত!

Mysepik Webdesk: আজ কৃষি আইনের বিরুদ্ধে কৃষক আন্দোলনের ৭০তম দিন। আন্দোলন জোরদার করতে কৃষকরা প্রতিনিয়ত দিল্লিতে পৌঁছে যাচ্ছেন। অন্যদিকে, হরিয়ানার জিন্দ জেলার কান্দেলা গ্রামে আজ কিষান মহাপঞ্চায়েত ডাকা হয়েছে। অনুমান করা হচ্ছে যে, ৫০ হাজার লোক জমায়েত হতে পারে। এদিকে, ভারতীয় কৃষক ইউনিয়নের নেতা রকেশ টিকায়েত বলেছেন, ‘‘সরকার যদি কৃষকদের দাবি না মানে, তবে এ-জাতীয় পঞ্চায়েত সারাদেশে সংগঠিত হবে।”
আরও পড়ুন: আন্দোলনরত কৃষকদের আটকাতে দেশের মধ্যে রাস্তায় উপর পেরেক-কাঁটাতারের বেড়া

এর আগে টিকাইত মঙ্গলবার বলেছিলেন, ‘‘আমরা সরকারকে অক্টোবর পর্যন্ত সময়সীমা দিয়েছি। আমাদের দাবি মানা না হলে সারাদেশে ট্র্যাক্টর সমাবেশ অনুষ্ঠিত হবে, যেখানে ৪০ লক্ষ ট্র্যাক্টর থাকবে বলে আশা করা হচ্ছে। এদিকে, আন্দোলনও অব্যাহত থাকবে।”