দেশে একদিনে করোনা আক্রান্ত ৯২,৯৯৪: আক্রান্ত সংখ্যায় সর্বোচ্চ মহারাষ্ট্র, গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে আক্রান্ত ১৭৩৬

Mysepik Webdesk: দেশের করোনার দ্বিতীয় তরঙ্গ বিপজ্জনক হয়ে উঠছে। শনিবার ৯২,৯৯৪ জন আক্রান্তদের শনাক্ত করা হয়েছে, যা গত ১৯৭ দিনে (সাড়ে ছয় মাস) সর্বোচ্চ। এর আগে ২০২০ সালের ১৯ সেপ্টেম্বর ৯২,৫৭৪ জন মানুষ করোনা আক্রান্ত হয়েছিলেন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টার হিসাবে ৬০,০৫৯ মানুষ সুস্থ হয়েছেন। ৫১৪ জন প্রাণ হারিয়েছেন। এই নিয়ে পর পর দু’দিন ৫০০-র বেশি মানুষ মারা গেছেন। এর আগে শুক্রবারে ৭১৩ জন করোনা-যুদ্ধে হেরে গিয়েছিলেন।
এখনও অবধি দেশের ১.২৪ কোটি মানুষ এই মহামারিতে আক্রান্ত হয়েছেন। প্রায় ১.১৬ মানুষ সুস্থ হয়ে উঠেছেন। ১.৬৪ লক্ষ লোক প্রাণ হারিয়েছেন। ৬.৮৭ লক্ষ মানুষ চিকিৎসাধীন রয়েছে। এই পরিসংখ্যানগুলি covid19india.org থেকে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: কমছে না সুদের হার, ‘ভুল করে জারি বিজ্ঞপ্তি’ তুলে নিল কেন্দ্র
দেশের মধ্যে মহারাষ্ট্রে করোনার গ্রাফ সবচেয়ে বেশি ঊর্ধ্বমুখী। শনিবার এখানে ৪৯,৪৪৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। ৩৭,৮২১ রোগী সুস্থ হয়ে উঠেছেন। ২৭৭ জন প্রাণ হারিয়েছেন। রাজ্যে এখনও পর্যন্ত ২৯.৫৩ লক্ষ মানুষ মহামারিতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ২৪.৯৯ লক্ষ মানুষ সুস্থ হয়ে উঠেছেন। ৫৫,৬৫৬ জন মারা গেছেন। বর্তমানে প্রায় ৪.০১ লক্ষ মানুষ চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় ১৭৩৬ জন মানুষ আক্রান্ত হয়েছেন কোভিড-১৯’এ। ৫৭৯ জন সুস্থ হয়ে উঠেছেন। ৫ জন প্রাণ হারিয়েছেন। কলকাতায় একদিনে ৫২৮ জনের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। ১৮৮ জনের করোনা মুক্তি ঘটেছে। পশ্চিমবঙ্গে যে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, তার মধ্যে কলকাতায় ২ জন, উত্তর ২৪ পরগনায় ২ জন এবং হুগলিতে ১ জন। রাজ্যে এখনও পর্যন্ত ৫,৯১,৮৫৮ লক্ষ মানুষ মহামারিতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৫,৭২,৪৭৪ লক্ষ মানুষ সুস্থ হয়ে উঠেছেন। ১০,৩৪০ জন প্রাণ হারিয়েছেন।