আস্ত একটি পাখিকে গিলে খাচ্ছে একটি বিশালাকার মাকড়সা, ভাইরাল ভিডিও

Mysepik Webdesk: পোকামাকড়রা সাধারণত পাখিদের খাদ্য হিসেবে গৃহীত হয়। কিন্তু কখনও শুনেছেন কি মাকড়সা গোটা একটি পাখিকে আস্ত গিলে খাচ্ছে? বিশ্বাস না হলেই এরকমই একটি ঘটনা ঘটেছে দক্ষিণ আমেরিকায়। ওই এলাকায় একধরণের ট্যারেনটুলা দেখতে পাওয়া যায়, যেগুলি আকারে অনেক বড় হয়। সেই প্রজাতির একটি মাকড়সাকে দেখতে পাওয়া গেল একটি আস্ত পাখিকে গিলে খেতে। এরকমই একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
আরও পড়ুন: নারকেল উৎপাদনের গুরুত্ব বোঝাতে নারকেল গাছে চড়লেন খোদ মন্ত্রী
নেচার ইজ স্কেয়ারি নামক একটি টুইটের পেজে সম্প্রতি একটি ভিডিও শেয়ার করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে একটি দৈত্যাকার মাকড়সা একটি আস্ত পাখিকে গিলে ফেলার চেষ্টা করছে। জানা গিয়েছে, বিশালাকার ট্যারান্টুলা মাকড়সার পরিবারের সদস্য ওই মাকড়সাটির নাম অ্যাভিকুলারিয়া। মাকড়সাটির শরীরজুড়ে নরম পশম এবং দীর্ঘ পা রয়েছে। এই প্রজাতির মাকড়সার সাধারণত গাছ এবং গুল্মে বাস করে। পাখি এবং ইঁদুরই এদের প্রধান খাদ্য।
দেখুন সেই ভিডিও …
আরও পড়ুন: জঙ্গলে হারিয়ে যাওয়া মোবাইল থেকে মিলল বাঁদরের সেল্ফি ও ভিডিও