Mysepik Webdesk: নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তীতে বড়োসড়ো সিদ্ধান্ত নীল কেন্দ্রীয় সরকার। নয়াদিল্লির ইন্ডিয়া গেটে বসতে চলেছে নেতাজির বিরাট মূর্তি। মূর্তি তৈরি হবে সম্পূর্ণ গ্রানাইট পাথরের। শুক্রবার দুপুরে টুইট করে এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটে তিনি মূর্তির একটি ছবিও পোস্ট করেছেন।
আরও পড়ুন: NEET PG-তে কোটা বহাল রাখল সুপ্রিম কোর্ট
টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, “দেশজুড়ে যখন নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মলগ্ন পালিত হচ্ছে, তখন আমি এই ঘোষণা করতে গিয়ে গর্ববোধ করছি। গ্রানাইট পাথরের তৈরি নেতাজির একটি বিশাল মূর্তি বসতে চলেছে ইন্ডিয়া গেটে।”