জামাত-উদ-দাওয়ার মুখপাত্র-সহ ৩ জনের ৩২ বছরের কারাদণ্ডের রায় পাক আদালতের

Mysepik Webdesk: হাফিজ সঈদের নেতৃত্বে গঠিত জঙ্গি সংগঠন জামাত-উদ-দাওয়ার মুখপাত্রকে ৩২ বছরের কারাদণ্ডের সাজা শোনাল পাকিস্তানের আদালত। সন্ত্রাসবাদীদের আর্থিক সাহায্য করার অভিযোগে কয়েকদিন আগেই ওই দু’জনকে গ্রেফতার করা হয়েছিল। তাদের মধ্যে এক অভিযুক্ত অধ্যাপক হাফিজ আব্দুল রহমান মাক্কি আবার ২০১১ সালে মুম্বাইয়ের হামলার ঘটনার মাস্টারমাইন্ড হাফিজ সঈদের আত্মীয়।
আরও পড়ুন: ফাইজার-এর তৈরি কোভিড ভ্যাক্সিন শরীরে নেওয়ার পরেই অসুস্থ একাধিক স্বেচ্ছাসেবী

পাকিস্তানের এক আধিকারিকের কথায়, পাকিস্তানের সন্ত্রাসবাদ বিরোধী আদালত বিচারক এজাজ আহমদ বাট্টার, জামাত-উদ-দাওয়াহের মুখপাত্র ইয়াহিয়া মুজাহিদকে ২টি এফআইআরের ভিত্তিতে ৩২ বছরের সাজা ঘোষণা করেছে। পাশাপাশি অধ্যাপক জফর ইকবাল এবং অধ্যাপক হাফিজ আব্দুল রহমান মাক্কিকে ২টি মামলার জন্য ১৬ বছর এবং ১ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।