Mysepik Webdesk: মর্মান্তিক দুর্ঘটনা ঘটল মেঘালয়ে। নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে নদীতে পড়ে মৃত্যু হয়েছে ৬ জনের। জানা গিয়েছে, ২১ জন যাত্রী নিয়ে ওই দুর্ঘটনাগ্রস্ত বাসটি নোংচ্রাম সেতু ধরে রিংডি নদীর উপর দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দল। ১৬ জন যাত্রীকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।
আরও পড়ুন: কংগ্রেস ছাড়ছেন অমরিন্দর সিং, বিজেপিতে যোগদান? জল্পনা তুঙ্গে
স্থানীয় প্রতক্ষদর্শীরা জানিয়েছেন, পূর্ব গারো পর্বত ও পশ্চিম খাসি পর্বতের মধ্যবর্তী এলাকায় অবস্থিত সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় বাসটির গতিবেগ অনেক বেশি ছিল। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে সেটি প্রথমে একটি খুঁটিতে ধাক্কা মারে, পরে বাসটি নদীতে পড়ে যায়। জানা গিয়েছে, মৃতদের মধ্যে বাসের চালকও রয়েছে। দুর্ঘটনাগ্রস্ত বস্তির ভেতর থেকে এখনও পর্যন্ত পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি একজনের মৃতদেহ এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।