করোনা আবহে দুর্গাপুজো স্থগিত রাখার দাবিতে জনস্বার্থ মামলা হাইকোর্টে

Mysepik Webdesk: করোনাকালে এবছর বারোয়ারি দুর্গাপুজো স্থগিত রাখার জন্য কলকাতা হাইকোর্টে দায়ের করা হল একটি জনস্বার্থ মামলা। মামলাকারীদের আবেদন, ওনাম উৎসবের পর কেরালায় যে হারে করোনা সংক্রম বেড়ে গিয়েছে, এরাজ্যে দুর্গাপুজো হলে পশ্চিমবঙ্গের অবস্থাও কেরালার মতো হবে। পাশাপাশি ওই মামলায় আরও জানানো হয়, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার ভয়েই এবছর মহারাষ্ট্রে গণেশ পুজো এবং মহরমের অনুমতি দেওয়া হয়নি।
আরও পড়ুন: পুজোর মরশুমে বাংলায় ৬৬টি পুজো স্পেশাল ট্রেনের অনুমোদন দিল রেলবোর্ড, দেখে নিন তালিকা
কলকাতা হাইকোর্টের আইনজীবী সব্যসাচী চ্যাটার্জী জানান, ওই জনস্বার্থ মামলায় উল্লেখ করা হয়েছে, কেরালায় ওনাম উৎসবের পর যেভাবে করোনা সংক্রমণ বেড়ে গিয়েছিল, এরাজ্যে দুর্গাপুজো হলে নভেল করোনা ভাইরাস সংক্রমণের হার লাফিয়ে লাফিয়ে বাড়বে। সেই কারণেই কেরালার উদাহরণকে সামনে রেখে এরাজ্যেও নিষিদ্ধ হোক বারোয়ারি দুর্গাৎসব। আগামী শুক্রবার জনস্বার্থ মামলাটির শুনানির দিন ধার্য করেছে আদালত। প্রসঙ্গত, ইতিমধ্যেই রাজ্যের চিকিৎসক সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে সতর্ক করা হয়েছে, পুজো উপলক্ষে রাস্তায় মানুষের ঢল নামলে করোনার প্রকোপ বেড়ে যাবে রাজ্যে।