অবসর প্রাপ্ত পুলিশকর্মীর পথ দুর্ঘটনায় মৃত্যু চাপড়ায়

Mysepik Webdesk: এদিন দুপুরে নদিয়ার চাপড়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক অবসর প্রাপ্ত পুলিশকর্মীর। তিনি দীর্ঘদিন চাপড়া থানাতেও কর্মরত অবস্থায় ছিলেন বলে স্থানীয় সূত্রের খবর। মৃতের নাম রাসূল করীম মল্লিক। তার বাড়ি চাপরা বাঙালঝিতে। চাপড়ায় একটি লরির ধাক্কায় তার মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: আপাতত ক্লাস এবং পরীক্ষা অনলাইনেই, কলেজ বিশ্ববিদ্যালয় সম্পর্কে রাজ্যের সিদ্ধান্ত
পরিবার সূত্রে খবর ওই ব্যক্তি চাপড়া বাজারে ঔষধ কিনতে গেয়েছিল। তখনই লরির সঙ্গে ধাক্কা লাগলে মাথায় আঘাত পান তিনি। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে স্থানীয় ব্যক্তিরা চাপরা বাঙালঝি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাপড়া থানার পুলিশ। ইতিমধ্যেই লরিটিকে আটক করা হয়েছে। কীভাবে ঘটল এই পথ দুর্ঘটনা এই বিষয়ে তদন্ত শুরু করেছে চাপরা থানা পুলিশ।