ইংল্যান্ডে এবার আরও কঠোর লকডাউন

Mysepik Webdesk: ইংল্যান্ডে করোনা ভাইরাসের নতুন রূপ ছড়িয়ে পড়েছে। এর ফলে ক্রমেই সেই দেশে সংক্রমণ বাড়ছে। এরইমধ্যে শোনা গিয়েছে যে, সেই দেশে আবারও কঠোর লকডাউন আরোপ করা হয়েছে। বিবিসির সূত্র মারফত, জরুরি কাজে নিয়োজিত কর্মীদের ছাড়া বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে ব্রিটিশ সরকার কর্তৃক। ডাউনিং স্ট্রিটে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন যে, ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত চলবে লকডাউন।
আরও পড়ুন: ব্রিটেনে শুরু হয়ে গেল অক্সফোর্ড ভ্যাকসিনের টিকাকরণ

এই সময়কালের মধ্যে স্কুল কলেজ বন্ধ থাকবে। আজ অর্থাৎ মঙ্গলবার থেকে পড়ুয়ারা ভার্চুয়ালি ক্লাস করবে বলে জানা গিয়েছে। বাজার করা কিংবা ওষুধ কেনার মতো কিছু ক্ষেত্রে ঘর থেকে বাইরে বেরোনোর জন্য ছাড় দেওয়া হবে, এ কথাও ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য যে, করোনা ভাইরাসের নতুন স্ট্রেনের কারণে এই ধরনের কঠোর বিধি নিষেধ আরোপিত হয়েছে বলে জানিয়েছেন জনসন।