নারকেল গাছের পরিত্যক্ত অংশ দিয়ে দুর্গা প্রতিমা গড়লেন রানাঘাট কুপার্সের যুবক

নদিয়া, ৯ অক্টোবর: নদিয়ার কুপার্স নোটিফায়েডের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শেখর বাগচী ছোটবেলা থেকেই একটু ভিন্ন ধরনের শিল্প নিয়ে চিন্তাভাবনা করতেন। বিএসসি পাশ করার পর চাকরি পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন তিনি। আর তারপরেই তিনি সম্পূর্ণ ভিন্ন ধরনের নতুন এক পেশার সঙ্গে যুক্ত হয়ে খুঁজেছেন এর সুলুক সন্ধান। বিশেষ করে গাছের পরিত্যক্ত অংশ দিয়ে। সেটাও আবার সব ধরনের গাছ নয়, শুধুমাত্র নারকেল গাছ থেকে সংগ্রহ করা নানা অংশ দিয়ে তার নতুন নতুন অসাধারণ বিষয় তৈরি করা তাঁর নেশা।
আরও পড়ুন: অসমের নীলাচল পর্বতের দুর্গাপুজো
বিশেষ করে দুর্গাপুজোর সময় তিনি এই ভাবনাই ভেবেছেন। এই বছর কলকাতা থেকে তাঁর বানানো দুর্গা প্রতিমা নেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির জন্য সেই অর্ডার বাতিল করেছে উদ্যোক্তরা। আর এতেই তাঁর মনখারাপ। এই বছর লকডাউন ও করোনা সংক্রমণের জন্য দু’টি প্রতিমা তৈরি করেছেন। তবে এখনও কোনও পুজো উদ্যোক্তা তাঁর দুর্গা প্রতিমা নেওয়ার পরিকল্পনা করেনি। তিনি আড়াই মাস ধরে কঠোর পরিশ্রম করে আঠা ও নারকেল গাছের থেকে খসে পড়া নানান উপকরণ দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করেছেন। অন্যটি করোনা থিম নিয়ে দুর্গা প্রতিমা তৈরি করেছেন, যেখানে সবাইকে মাক্স পরানো হয়েছে, এমনকী দেবী দুর্গাকেও। কাশফুল বাগান থেকে বেরিয়ে আসছেন সবাই, প্রত্যেকের মুখে মাস্ক থাকলেও শুধু গণেশ, যিনি মা দুর্গার কোলে বসে আছে, তাঁকে মাক্স না পরালেও তাঁর হাতে অবশ্য মাস্ক রয়েছে।