একদিনেই দেশে করোনা আক্রান্ত প্রায় ৩৫ হাজার, মোট আক্রান্তের সংখ্যা পেরোল ১০ লক্ষের গন্ডি

Mysepik Webdesk: গত ২৪ ঘন্টায় ফের ভারতে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে আরও ৩৪ হাজার ৯৫৬ জন। এর ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ পেরিয়ে গেল। এই মুহূর্তে গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা হয়েছে ১০ লক্ষ ৩ হাজার ৮৩২ জন। মৃত্যু হয়েছে মোট ২৫ হাজার ৬০২ জনের। পাশাপাশি, সুস্থ হয়ে গেছেন ৬ লক্ষ ৩৫ হাজার ৭৫৬ জন। অর্থাৎ মোট এক্টিভ আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৪২ হাজার ৪৭৩ জন। সুস্থতার হার ৬৩.৩৪ শতাংশ।
আরও পড়ুন: ভুয়ো করোনা নেগেটিভ সার্টিফিকেটে বিদেশযাত্রা, ইতালিতে ধৃত করোনা আক্রান্ত বাংলাদেশি
ভারতের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্তের সংখ্যা বর্তমানে ২ লক্ষ ৮৪ হাজার ২৮১ জন। এক্টিভ করোনা আক্রান্ত ১ লক্ষ ১৪ হাজার ৯৪৭ জন। এরপরেই রয়েছে তামিলনাড়ু। সেখানে মোট করোনা আক্রান্ত ১ লক্ষ ৫৬ হাজার ৩৬৯ জন। তামিলনাড়ুর পরেই রয়েছে দিল্লি। দিল্লিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ১৮ হাজার ৬৪৫ জন।