প্রায় এক হাজার বোতল ফেনসিডিল উদ্ধার নদিয়ায়

Mysepik Webdesk: রাতের অন্ধকারে প্রায় এক হাজার বোতল ফেনসিডিল বাংলাদেশে পাচারের ছক কষেছিল তিন দুষ্কৃতী। সেই মতো তারা একটি চারচাকা গাড়িতে চেপে মঙ্গলবার রাতে নদিয়ার ধানতলা থানার দত্তপুলিয়া এলাকা থেকে বগুলা হয়ে কৃষ্ণগঞ্জের দিকে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে ধানতলা বরণবেরিয়া এলাকায় ওই তিন পাচারকারীকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ।

পুলিশ ঘটনাস্থল থেকে ওই গাড়িটিও আটক করছে। গ্রেফতার হওয়া দুষ্কৃতীদের নাম কৌশিক সেন, সুব্রত বাগ ও রাজীব সাহা। কৌশিক ও সুব্রতর বাড়ি নদীয়ার কৃষ্ণগঞ্জ থানা বানপুর এলাকায়। অপর দুষ্কৃতী রাজীব বনগাঁ থানার সুভাষপল্লী বাসিন্দা। বুধবার তাদের রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়। এই পাচার চক্রের পেছনে আর কে বা কারা যুক্ত রয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।