করোনা আক্রান্ত হয়েছিলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, এখন কেমন আছেন?

Mysepik Webdesk: মঙ্গলবার করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, বাংলা চলচ্চিত্র জগতের স্বনামধন্য অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। করোনা আক্রান্ত হওয়ার পর তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁকে ক্রিটিকাল কেয়ারের সুবিধাযুক্ত একটি কেবিনে রাখা হয়েছে। তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবরে উদ্বিগ্ন হয়েছিলেন রাজ্যের চলচ্চিত্র জগতের কলাকুশলী-সহ হাজার হাজার ভক্ত।
আরও পড়ুন: অবশেষে জামিনে মুক্ত সুশান্ত মৃত্যু রহস্যের মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তী
তবে মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থার কথা জানিয়েছেন। জানা গিয়েছে ভালো আছেন তিনি। তাঁর শরীরে আপাতত জ্বর নেই। স্বাভাবিক খাওয়াদাওয়া করেছেন তিনি। তাঁর রক্তচাপও স্বাভাবিক রয়েছে। এছাড়াও এক্স-রে রিপোর্টে ফুসফুসে কোনও সংক্রমণ পাওয়া যায়নি। রক্তে অক্সিজেনের মাত্রাও স্বাভাবিক। এদিকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কেমন আঁকড়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে তিনি লিখেছেন, “প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় কোভিড ১৯ পজিটিভ হয়েছেন জেনে আমি চিন্তিত। তাঁর দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করছি।”
আরও পড়ুন: সিনেমা হল খুলতে কী কী নিয়ম মেনে চলতে হবে, জানিয়ে দিল কেন্দ্র