Mysepik Webdesk: রীতিমতো ফিল্মি কায়দায় ব্যাঙ্ক ডাকাতির ঘটনা ঘটেছে বর্ধমানের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে। শুক্রবার সকালে বর্ধমানের কার্জন গেট লাগোয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের একটি শাখায় হামলা চালায় জনা ৬-৭ জন দুষ্কৃতী। ব্যাঙ্ক কর্মীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে ও মারধরের পাশাপাশি ক্যাশিয়ারের কাছ থেকে তালা লুঠ করে দ্রুত ব্যাগে ভরে ফেলে। এরপরেই আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ব্যাঙ্ক কর্মীদের ভয় দেখাতে দেখতে ব্যাঙ্ক থেকে বেরিয়ে গাড়ি করে চম্পট দেয় তারা।
আরও পড়ুন: রাজ্যে একদিনে করোনা আক্রান্ত প্রায় ১১ হাজার
খবর পাওয়া মাত্রই ব্যাঙ্কে পৌঁছে যান বর্ধমান জেলা পুলিশ সুপার কামনাশিস সেন, অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায়-সহ জেলা পুলিশের অন্যান্য পদস্থ পুলিশ আধিকারিকরা। ব্যাঙ্কের কর্মী ও আধিকারিকদের সঙ্গে কথা বলেন তাঁরা। জানার চেষ্টা করেন, কীভাবে ঘটনাটি ঘটল। ডাকাতদলের হদিশ পেতে ইতিমধ্যেই শহরের ঢোকা ও বেরনোর মূল প্রবেশপথে নাকা চেকিং শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাঙ্কের CCTV ফুটেজও খতিয়ে দেখা হয়। দিন-দুপুরে এভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে ব্যাঙ্ক ডাকাতির ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মধ্যে।
আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় প্রেম, সন্তান ফেলে দুই দুই যুবকের সঙ্গে বেপাত্তা গৃহবধূ
ব্যাঙ্কের ম্যানেজার কুন্দন কিশোর কর্মী জানান, ডাকাতরা সকলে মাথায় টুপি, মুখে মাস্ক পরেছিল। শুধু চোখদুটি দেখা যাচ্ছিল তাদের। এছাড়াও ‘অপারেশন’-এর সময় তারা ব্যাঙ্কে উপস্থিত গ্রাহক ও কর্মীদের মাথায় হাত দিয়ে মুখ নিচু করে রাখার নির্দেশ দেয়। ডাকাত দলের মধ্যে একজন বাংলায় ও বাকি সবাই হিন্দিতে কথা বলছিল। ব্যাঙ্কের ক্যাশ কাউন্টারগুলোতে ক্যাশিয়ারকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রায় ৩৩ লক্ষ টাকা ডাকাতি করে চম্পট দিয়েছে তারা।