তুলকালাম নন্দীগ্রাম: বয়ালের বুথে প্রায় একঘণ্টা আটকে থাকার পর বেরোতে পারলেন মমতা

Mysepik Webdesk: বঙ্গে দ্বিতীয় দফা ভোটকে ঘিরে তুলকালাম নন্দীগ্রাম। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ফের ‘জয় শ্রীরাম’ ধ্বনি দেওয়ার অভিযোগ ওঠে। মুখ্যমন্ত্রী এদিন বলেন, “নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে। ৬৩টি অভিযোগ জমা পড়েছে। এমনটা করা হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশেই। আদালতে যাব আমরা। আইনি ব্যবস্থাও নেব।” সূত্রের খবর, নন্দীগ্রামের এই ঘটনার পর রাজ্যপাল জগদীপ ধনখড়কে ফোন করেছিলেন তিনি।

নন্দীগ্রামের বয়ালের প্রাথমিক বিদ্যালয়ের ৭নং বুথ থেকে বেরোনোর সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। এমনকী দুই দলের মধ্যে উত্তেজনা তৈরি হওয়ায় এলাকায় আরপিএফ মোতায়েন করা হয়েছে বলে খবর। তৃণমূল সুপ্রিমো ওই বুথের মধ্যে প্রায় একঘণ্টা আটকে ছিলেন। এরপর নিরাপত্তাবেষ্টিত হয়ে তাঁকে বের করা হয়। বয়ালের ওই বুথে ভোট দিতে পারেননি এলাকাবাসীরা বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।