Mysepik Webdesk: যখন খবর পাওয়া গেল, সৌরভ গাঙ্গুলি ওমিক্রন আক্রান্ত নন, তখনই মোটামুটি নিশ্চিত ছিল যে, আজই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে ‘দাদা’কে। তিনি এখন ভালো আছেন। জ্বর বা সর্দি নেই। সেই কারণেই হাসপাতাল থেকে চারদিন পর ছেড়ে দেওয়া হল মহারাজকে।
আরও পড়ুন: এবার ভারতের জাতীয় দল নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেলেন রবি শাস্ত্রী
সোমবার করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলিকে। চিকিৎসক সপ্তর্ষি বসুর পরামর্শের পর করোনা পরীক্ষা করা হয় বিসিসিআই সভাপতির। এরপর সোমবার রাতে তাঁর রিপোর্টে পজিটিভ আসে। সোমবার রাত এগারোটার দিকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল সৌরভকে। সৌরভ গাঙ্গুলির মোনোক্লোনাল অ্যান্টিবডি থেরাপি করা হয়েছিল।
আরও পড়ুন: নিজভূমে ভারতের সামনে আত্মসমর্পণ দঃ আফ্রিকার
সৌরভ ওমিক্রন আক্রান্ত কিনা, তা জানতে তাঁর নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছিল। সৌরভের সিটি ভ্যালু ছিল ১৯। সেই কারণে তাঁর ওমিক্রন আক্রান্ত হওয়ার আশঙ্কাও থেকে গিয়েছিল। তবে, স্বস্তি মিলল। তাঁর রিপোর্ট ওমিক্রন নেগেটিভ হওয়ায় তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল। তিনি এখন থাকবেন হোম আইসোলেশনে।