লাদাখের জের, এবছর কলকাতার দুর্গাপূজার থেকে দূরে থাকছে চিনা দূতাবাসের প্রতিনিধিরা

Mysepik Webdesk: প্রতিবছর কলকাতার দুর্গাপূজায় বেশ কয়েকটি মণ্ডপে প্রতিমা উদ্বোধন করা হত চিনা দূতাবাসের প্রতিনিধিদের দিয়ে। সেখানে বিশেষ অতিথি হিসেবেই তাঁরা উপস্থিত থাকতেন। কিন্তু এবছর চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। পূজা কমিটি এবং দূতাবাসের প্রতিনিধি, এই দু’পক্ষই বিষয়টা এবার এড়িয়ে যেতে চাইছে। চিনা দূতাবাসের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে এবছর কোনও অনুষ্ঠানে তাঁরা নেই। পাশাপাশি পূজা উদ্যোক্তারাও এবছর চিনা দূতাবাসের প্রতিনিধিদের পাশে চাইছেন না।
আরও পড়ুন: অর্থের অভাবে উত্তর কলকাতার ১২০ বছরের পুরনো বনেদি বাড়ির পুজো অনিশ্চিত
উদাহরণ হিসেবে বলা যেতে পারে সল্টলেকের সেক্টর-১ ইসি ব্লক পুজোর উদ্বোধন করতে প্রতিবছর আমন্ত্রণ পাঠানো হত চিনা কনসাল জেনারেলকে। কিন্তু এবছর নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন পুজো কমিটির সহসভাপতি রুদ্রদীপ মুখোপাধ্যায়। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, চিনা প্রতিনিধিদের এবছর ডাকার কোনও প্রশ্নই ওঠে না। লাদাখ সীমান্তে চিন সেনারা যেভাবে আমাদের ভূখণ্ড দখল করার চেষ্টা করে চলেছে, তাতে তাদেরকে দিয়ে পুজো উদ্বোধন করালে আমাদের মণ্ডপে কেউই প্রতিমা দেখতে আসবেন না। এছাড়াও আরও একটি উদ্যোগ যেটা প্রতিবছর গ্রহণ করা হত, এবছর তাও হচ্ছে না। শহরের সেরা পুজোগুলিকে বেছে নিয়ে চিনা প্রতিনিধিদের ভ্রমণ করানো হত। এবার সেই উদ্যোগও বন্ধ।