Mysepik Webdesk: বীরভূমের বাদাম বিক্রেতা ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যক (Bhuban Badyakar) কে না চেনে। বাদাম বিক্রি করার জন্য তাঁর গানটি গত বছরের শেষের দিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তারপর তৈরি হয়েছে এক ইতিহাস। তাঁর সেই গান ছড়িয়ে পড়ে কাশ্মীর থেকে কন্যাকুমারী। ভারতের গন্ডি ছাড়িয়ে সেই গান পৌঁছে গিয়েছে বিশ্বের অন্য প্রান্তে। গানের তালে কোমর দুলিয়েছেন আট থেকে আশি। ভুবন বাদ্যকর এখন সেলিব্রিটি। এবার সেই ‘কাঁচা বাদাম’ -কে টেক্কা দিতে চলে এসেছে ‘কাঁচা পেয়ারা’।
আরও পড়ুন: ঝাঁ-চকচকে পোশাক ছেড়ে সেনা পোশাকে যুদ্ধে নেমেছেন ইউক্রেনের সুন্দরী মডেল, ভাইরাল হল ছবি
এবার ভুবনের মতোই Viral হল এক পেয়ারা বিক্রেতার ভিডিয়ো। তাঁকেও দেখা গিয়েছে পেয়ারা বিক্রি করার ফাঁকে ফাঁকে সুর করে গান গাইতে। তবে, এই পেয়ারা বিক্ৰীন অবশ্য বাংলায় নয়, বরং হিন্দিতে গান গাইছেন। তবে, এই পেয়ারা বিক্রেতা কোথায় থাকেন, কী বা তাঁর নাম, সেই বিষয়ে এখনও কিছুই জানা যায়নি। কিন্তু, সোশ্যাল মিডিয়ায় তাঁর গানের ভিডিওটি কিন্তু দারুন Viral হয়েছে।