ক্যান্সার থেকে সুস্থ হয়েই পরিবারের সঙ্গে দিওয়ালি উদযাপন করলেন মুন্নাভাই

Mysepik Webdesk: অগস্ট মাসের মাঝামাঝি সময়ে ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল সঞ্জয় দত্তের। পরিবারের তরফ থেকে জানানো হয়েছিল, ফুসফুসের ক্যান্সারের স্টেজ ফোর-এ রয়েছেন তিনি। তাঁর অসুস্থতার খবরে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন ছিলেন গোটা বলিউড তথা অভিনেতার কোটি কোটি ভক্ত। তবে তিনি সম্প্রতি ক্যান্সার জয় করে সুস্থ হয়ে ফিরেছেন। এবার পরিবারের সঙ্গে তাঁকে দিওয়ালি উদযাপন করতেও দেখা গেল। দক্ষিণী অভিনেতা মোহন লালও ছিলেন সেই দিওয়ালি পার্টিতে।
আরও পড়ুন: বিদায় বেলায় সৌমিত্রকে স্মরণ করে শ্রদ্ধাজ্ঞাপন অমিতাভের

পরিবারের সঙ্গে তিনি পোস্ট করেছেন সেই ছবি। ছবি পোস্ট করে অভিনেতা লেখেন, “পরিবারে সঙ্গে উদযাপন করার থেকে ভালো কিছু হতে পারেনা। সকলকে নিরাপদ দিওয়ালির শুভেচ্ছা এবং শুভ নববর্ষ।” ছবিতে মুন্নাভাইকে কালো রঙের কুর্তা-পাজামায় দেখা গিয়েছে। তাঁর স্ত্রী মান্যতা এবং দুই ছেলে-মেয়েকে একই ধরনের কমলা রঙের এথনিক পোশাক পরেছেন।
আরও পড়ুন: রাজনৈতিক মতভেদের ঊর্ধ্বে উঠে সৌমিত্রর শেষযাত্রায় মমতা থেকে সূর্যকান্ত মিশ্র
