সৌদি আরবের পর এবার বকেয়া মেটানোর জন পাকিস্তানকে চাপ সংযুক্ত আরব আমিরশাহীর

Mysepik Webdesk: ঋণে জর্জরিত পাকিস্তান। সেই ঋণ মেটানোর জন্য পাকিস্তানকে ইতিমধ্যেই একাধিকবার চাপ দিয়েছে সৌদি আরব। এবার সৌদি আরবের পর বকেয়া টাকা মেটানোর জন্য পাকিস্তানকে চাপ দিল সংযুক্ত আরব আমিরশাহীও। প্রসঙ্গত, কয়েকমাস আগেই কাশ্মীর ইস্যু নিয়ে পাকিস্তানের অবস্থান পছন্দ না হওয়া এবং ওই একই প্রসঙ্গে পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির বিতর্কিত মন্তব্যের জেরে ক্ষুব্ধ সৌদি আরব পাকিস্তানকে তাদের বকেয়া ৩ বিলিয়ন মার্কিন ডলার মেটানোর জন্য চাপ দিতে থাকে। এবার সেই টাকা শোধ হওয়ার আগেই পাকিস্তানের কাছ থেকে প্রাপ্য বকেয়া টাকা চেয়ে বসলো সংযুক্ত আরব আমিরশাহীও।
আরও পড়ুন: সাহারা মরুভূমিতে তুষারপাত, তাপমাত্রা মাইনাস ৩ ডিগ্রিতে
পাকিস্তানের অর্থ মন্ত্রকের একজন সিনিয়র আধিকারিক জানান, পাকিস্তানে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্য সংযুক্ত আরব আমিরশাহী ২০১৮ সালের ডিসেম্বর মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার আর্থিক সাহায্য করেছিল। ২০২১ সালের ২৪ জানুয়ারি পাকিস্তানের সেই টাকার প্রথম কিস্তি অর্থাৎ এক বিলিয়ন মার্কিন ডলার ফেরত দেওয়ার কথা ছিল সংযুক্ত আরব আমিরশাহীকে। কিন্তু, এখন পাকিস্তানের যা চরম অর্থনৈতিক সংকট চলছে, তার মধ্যে যদি ওই বিপুল পরিমান টাকা ফেরত দিতে হয়, তাহলে পাকিস্তানের অর্থনীতি আরও সঙ্কটজনক অবস্থায় পৌঁছে যাবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।