উত্তরপ্রদেশের পর এবার বিহারে দলিত ধর্ষণের ঘটনা, আত্মহত্যা নিগৃহীতা তরুণীর

Mysepik Webdesk: উত্তরপ্রদেশের হাতরসের ঘটনায় রগে ফুঁসছে গোটা দেশ। এই পরিস্থিতিতে ফের দলিত তরুণীর গণধর্ষণের ঘটনা সামনে এল। এবারের রাজ্য বিহার। ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে গয়ায়। রাগে, অপমানে ওই তরুণী বেছে নিয়েছে আত্মহত্যার পথ। তরুণীর পরিবার রাহুল কুমার, চিন্টু কুমার, চন্দন কুমার-সহ আরও একজনের নামে অভিযোগ দায়ের করেছে। তরুণীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট অবশ্য এখনও এসে পৌঁছায়নি।
পুলিশ জানিয়েছে, উত্তরপ্রদেশের ঘটনার সঙ্গে এখানকার ঘটনার মিল রয়েছে। উভয়ক্ষেত্রেই নির্যাতিতা দলিত সম্প্রদায়ের। আর ধর্ষকরা সবাই উচ্চবর্ণের। আগামী ২৮ অক্টোবর বিধানসভা নির্বাচন বিহারে। এই পরিস্থিতিতে গণধর্ষণের ঘটনায় বিরোধীদের শক্তিগুলি হালে পানি পাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আরজেডি, কংগ্রেস ভোটপ্রচারের সময় যে এই ঘটনাকেই সামনে রেখে এগোবে, তা বলাই বাহুল্য।