ফের উত্তর প্রদেশে দলিতের ওপর অত্যাচার, তিনতলা বেয়ে উঠে তিন বোনের ওপর অ্যাসিড হামলা

Mysepik Webdesk: ফের উত্তর প্রদেশে দলিতের ওপর অত্যাচারের ঘটনা খবরের শিরোনামে। অভিযুক্তের তীর সেই উচ্চবর্ণের দিকে। মঙ্গলবার উত্তর প্রদেশের গোন্ডা জেলার পরশপুর থানা এলাকার অন্তর্ভুক্ত পাসকা গ্রামে ভোররাতে অন্ধকারের সুযোগ নিয়ে তিনতলা বেয়ে উঠে তিন বোনের ওপর অ্যাসিড হামলা করল এক দুষ্কৃতী। ওই অ্যাসিড হামলায় আহত হয়েছে ৮, ১২ ও ১৭ বছরের তিন দলিত বোন। জানা গিয়েছে, শৌচালয়ে ব্যবহার করার অ্যাসিড ছোড়া হয়েছে ওই তিন বোনের মুখে। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: আগামী বছরের শুরুতে আসছে একাধিক করোনার ভ্যাকসিন, জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী
পুলিশ সূত্রে খবরে, ওই ঘটনাকে জেরে বড় বোনের মুখ এবং বুকের অংশ সাংঘাতিকভাবে পুড়ে গিয়েছে। অন্যদিকে বাকি দুজনের হাত সামান্য পুড়েছে। তিনজনকেই গোন্ডা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রাত ২টো ৩০ মিনিট নাগাদ। ওই সময় তিন বোনই বাড়ির তিনতলায় ঘুমাচ্ছিল। পুলিশের সন্দেহ, দুষ্কৃতী আগে থেকেই জানত তিন বোন একইসঙ্গে ঘুমায়। লখনউয়ের ডিজিপি হেডকোয়ার্টারের এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বড় বোন হামলাকারীকে চিনিয়ে দেওয়ার ক্ষেত্রে এবং কেন সে হামলা করেছে, তা জানতে সাহায্য করতে পারে।