ফের ৩০ ডিসেম্বর কৃষকদের সঙ্গে বৈঠক কেন্দ্রের

Mysepik Webdesk: কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরুদ্ধে গত ২৮ নভেম্বর থেকে দেশজুড়ে চলছে কৃষক আন্দোলন। কেন্দ্রের সঙ্গে কৃষক সংগঠনের একাধিকবার বৈঠক হলেও কোনও সমাধানসূত্র উঠে আসেনি। তবে কেন্দ্রের ডাকে সাড়া দিয়ে আরও একবার আলোচনায় যেতে রাজি হলেন দিল্লিতে বিক্ষোভরত কৃষকরা। তবে এক্ষেত্রে কৃষকদের দাবি, নয়া কৃষি আইন বাতিল ও ন্যূনতম সহায়ক মূল্যের বিষয়টি এডেন্ডায় রাখতে হবে। তবেই তাঁরা আলোচনায় যোগ দেবেন।
আরও পড়ুন: এবার ভারতেও করোনাভাইরাসের নতুন স্ট্রেনের সন্ধান, বিলেতফেরত ছয় যাত্রী পজিটিভ

এই বৈঠক নিয়ে চল্লিশটি কৃষক সংগঠনের মিলিত মঞ্চ ‘সংযুক্ত কিষাণ মোর্চা’র এক সদস্য অভিমন্যু কোহর সোমবার জানান, কেন্দ্রের প্রস্তাবিত দিনেই কৃষকরা বৈঠকে বসতে রাজি হয়েছেন। তাঁর কথায়, “গত ২৬ ডিসেম্বর আমরা কেন্দ্রকে একটি চিঠি দিয়েছিলাম। সেই চিঠিতে পরিষ্কার করে আমাদের দাবি আমরা জানিয়েছি। চিঠিতে তিনটি কৃষি আইন বাতিল করা ছাড়াও এমএসপি নিয়ে আইনি গ্যারান্টি চাওয়া হয়েছে। কিন্তু, কেন্দ্রের আজকের চিঠিতে এজেন্ডার উল্লেখই নেই। তার পরেও নীতিগত কারণেই তাঁরা বৈঠকে যোগ দিচ্ছেন।”