অক্ষয়ের ‘সূর্যবংশী’র মুক্তির দিন ঘোষণা

Mysepik Webdesk: করোনার কারণে বেশ কয়েকটি ছবির মুক্তি পাওয়া আটকে গিয়েছে। অন্যদিকে বেশ কয়েকটি ছবি বড়ো পর্দার পরিবর্তে মুক্তি পেয়েছিল ওটিটি প্লাটফর্মে। তবে দেশের করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসতে দেশের সমস্ত মাল্টিপ্লেক্সগুলি খুলে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে বেশ কিছুদিন ধরেই রোহিত শেট্টি ও রিলায়েন্স এন্টারটেনমেন্টের গোটা টিমের সঙ্গে মাল্টিপ্লেক্সগুলির কথোপকথন হয়েছে কবে মুক্তি পেতে পারে অক্ষয় কুমার অভিনীত ছবি ‘সূর্যবংশী’র। গুড ফ্রাইডের ছুটির সময় সেই ছবি মুক্তি পাওয়ার কথা হলেও তাতে রাজি হয়নি জাতীয় মাল্টিপ্লেক্স চেনগুলি।
আরও পড়ুন: মাত্র ৫৮ বছর বয়সে চলে গেলেন অভিনেতা রাজীব কাপুর
তবে সব বাধা পেরিয়ে অবশেষে সিনেমাপ্রেমীদের জন্য বড়ো খবর দিলো রোহিত শেট্টি ও রিলায়েন্স এন্টারটেনমেন্ট। মুক্তি পেতে চলেছে ‘সূর্যবংশী’। তবে কোনও মাল্টিপ্লেক্সে নয়, এই ছবির মুক্তি পাবে সিঙ্গল স্ক্রিনগুলিতে। বলিউড সূত্রে খবর, আগামী ২ এপ্রিল, ২০২১ মুক্তি পেতে চলেছে সূর্যবংশী। গোটা দেশে একই দিনে মুক্তি পাবে এই ছবি। এই ছবিতে অক্ষয় কুমারের চরিত্র একটি নির্ভীক পুলিশ অফিসারের। নায়িকা হিসেবে বহুদিন পর ক্যাটরিনা কাইফের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন বলিউডের ‘খিলাড়ি’। সিংঘম ও সিম্বার পর পুলিশের ছবিতে এটি রোহিত শেট্টির তৃতীয় ছবি।