দাম বাড়িয়েই বিপদ, রাজ্যে একধাক্কায় কমে গেল মদের বিক্রি

Mysepik Webdesk: করোনা আবহে লকডাউন চলার জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল রাজ্যের মদের দোকানগুলি। একটানা অনেকদিন ধরে দোকানগুলি বন্ধ রাখার পর গত ৪ মে যখন সেগুলি খুলে দেওয়া হয়েছিল, তখন সব ধরণের মদের দামের ওপর ৩০ শতাংশ রাজস্ব বাড়ানো হয়েছিল। তবে দোকান খোলার দিনেই মদ বিক্রি করে রাজ্যের ১০০ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছিল। তবে যত দিন গেছে, রাজ্যে মদের বিক্রি একেবারে তলানিতে এসে ঠেকেছে। যা নিয়ে রীতিমতো চিন্তায় আবগারি দফতরের কর্তারা।
আরও পড়ুন: মেগাস্টার অমিতাভ বচ্চনের আরোগ্য কামনায় যজ্ঞের আয়োজন খাস কলকাতা বুকে
এই প্রসঙ্গে আবগারি দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, লকডাউনের আগে যেখানে রাজ্য সরকারের ৯৫০ কোটি টাকা রাজস্ব আদায় হত, সেখানে এখন আদায় হচ্ছে মাত্র ৩৫০ কোটি। আর এর জন্য তাঁরা একাধিক কারণকেই দায়ী করেছেন। তাঁদের কথায়, লকডাউনের ফলে মানুষের রোজগার আগের থেকে কমে যাওয়ায় মানুষ মদ কিনছেন না। তাছাড়াও ৩০ শতাংশ দাম বেড়েছে মদের। বিক্রি কমে যাওয়ার জন্য এটাও একটা বড় কারণ বলেই মনে করছেন তাঁরা।