Mysepik Webdesk: উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের প্রচার এখন মধ্যগগনে। সর্বভারতীয় মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমিনের বাবু সিং কুশওয়াহার জন অধিকার পার্টি এবং ভারত মুক্তি মোর্চার সঙ্গে জোট করার ঘোষণা করেছে। শনিবার এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়েসি নিজেই এই ঘোষণা করেছেন।
আরও পড়ুন: ক্লাবহাউস চ্যাট মামলায় ১৮ বছরের এক যুবককে গ্রেফতার দিল্লি পুলিশের
তিনি বলেন, “আসন্ন বিধানসভা নির্বাচনে জোটের শরিকদের নিয়েই নির্বাচনে লড়বে দলটি। ওয়াইসি আরও বলেন, জোট ক্ষমতায় এলে রাজ্যে দু’জন মুখ্যমন্ত্রী থাকবেন। এতে একজন মুখ্যমন্ত্রী ওবিসি সম্প্রদায়ের এবং অন্যজন হবেন দলিত সম্প্রদায়ের। একইভাবে, মুসলিম সম্প্রদায় থেকে তিনজন উপমুখ্যমন্ত্রী থাকবেন।”