Mysepik Webdesk: চলছে উৎসবের আবহ। তার মধ্যেই সোমবার ফ্রীজ করে দেওয়া হল মাদার টেরেসার স্মৃতিধন্য মিশনারিজ অফ চ্যারিটির সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট। খ্রিস্টমাসের আবহে সব অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের নির্দেশেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। মনে করা হচ্ছে, উৎসবের মরসুমে কেন্দ্রের এই পদক্ষেপের ফলে ব্যাপক সমস্যায় পড়বেন ওই চ্যারিটির কর্তৃপক্ষ ও কর্মীরা। মিশনারিজ ও চ্যারিটির কর্তৃপক্ষ জানিয়েছেন, ‘বিষয়টি আমরা জানি। তবে, এই বিষয়ে এখনিই কোনও মন্তব্য করব না।’
আরও পড়ুন: শহরে ফের ওমিক্রন আতঙ্ক! করোনা আক্রান্ত আরও চার বিদেশফেরত
এই ঘটনায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “মিশনারিজ অব চ্যারিটির সমস্ত ব্যঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার খবর পেয়ে আমি স্তম্ভিত। প্রায় ২২ হাজার রোগী-সহ কর্মীরা ওষুধ এবং খাবার পাবেন না। আইন সবার ওপরে। কিন্তু, মানবিক দিক থেকেও বিষয়টি বিবেচনা করা উচিত।’ অন্যদিকে বাম নেতা সূর্যকান্ত মিশ্র একটি টুইটে লেখেন, “বড়দিনের দিন মিশনারিজ অব চ্যারিটির সমস্ত অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। তাদের অ্যাকাউন্ট বন্ধ করার পাশাপাশি হাতে থাকা সমস্ত অর্থও নিয়ে নেওয়া হয়েছে। তাদের ২২ হাজার রোগী এবং কর্মীর কাছে কোনও খাবার এবং ওষুধ নেই।”