পেট্রোপণ্যের দাম বৃদ্ধিতে ক্ষতিগ্রস্তর মুখে অ্যাম্বুলেন্স পরিষেবা

Mysepik Webdesk: দেশজুড়ে হু হু করে বেড়েই চলছে পেট্রোপণ্যের দাম। ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে অ্যাম্বুলেন্স চালকরাও বিপদে পড়েছে। পেট্রোলের দাম বেড়ে যাওয়ার ফলে চরম আর্থিক সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন মাতৃযান অ্যাম্বুলেন্স চালকরা। এমনই করুণ অবস্থার কথা জানালেন রানাঘাট মহাকুমার মাতৃযান অ্যাম্বুলেন্স চালক ও মালিক সদস্যরা।
আরও পড়ুন: বীরভূমে জমিয়তে উলামায়ে হিন্দের ব্লক কমিটি গঠন
অ্যাম্বুলেন্স চালকদের অভিযোগ ২০১১ সাল থেকে এখন পর্যন্ত ১ কিলোমিটার প্রতি তাদের প্রাপ্য ৮ টাকা। যেখানে পেট্রোল ডিজেলের মূল্য প্রায় দিন বেড়ে চলেছে। সেখানে ৮ টাকা প্রতি কিলোমিটার পরিষেবা দিতে হিমশিম খাচ্ছেন মাতৃযান অ্যাম্বুলেন্স চালকরা। আগে প্রসূতি মায়েদের বাড়ি থেকে আনার জন্য ডাক পাওয়া যেত, কিন্তু সেটাও এখন বন্ধ। এখন মাতৃযানে শুধুমাত্র মা ও সদ্যোজাত শিশুকে হাসপাতাল থেকে বাড়ি পৌঁছে দেওয়া হয়। একদিকে দিন দিন পেট্রোপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় দ্রবমূল্যের দাম। ফলে মাতৃযান পরিষেবার সঙ্গে যুক্ত সদস্যরা সংসার চালাতে হিমশিম খাচ্ছে। এই বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিও কোন ফল পাওয়া যায়নি।