চিনের সঙ্গে সংঘাতে যেকোনও পরিস্থিতে ভারতের পাশে এসে দাঁড়াবে আমেরিকা: মাইক পম্পেও

Mysepik Webdesk: ভারতের সার্বভৌমত্ত্বকে সম্মান করি। কোনও রকম আঘাত এলে আমেরিকা ভারতের পাশেই দাঁড়াবে। এভাবেই নাম না করে চিনকে নিশানা করলেন মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও। একটি গুরুত্বপূর্ণ বৈঠক করতে দিল্লিতে এসে পৌঁছেছেন মার্কিন বিদেশ সচিব। দিল্লিতে তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন। সেই আলোচনার পরেই তিনি জানালেন একথা।
আরও পড়ুন: ভয়াবহ বিস্ফোরণ পাকিস্তানের মাদ্রাসায়, মৃত চার শিশু-সহ সাত জন
নয়াদিল্লিতে পৌঁছে প্রায় ৪০ মিনিট কথা বলেন অজিত দোভাল ও মার্কিন প্রতিনিধিরা। তারপরেই তাঁরা জাতীয় যুদ্ধ স্মৃতি সংগ্রহশালায় যান। সেখান থেকে গালওয়ান উপত্যকায় শহীদ হওয়া জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানান তাঁরা। পম্পেও আরও বলেন, “আমেরিকার নেতৃত্ব ও সে দেশের নাগরিকেরা জানেন, চিনের কমিউনিস্ট পার্টি গণতন্ত্রের সমর্থক নয়। মুক্ত ও উন্নত ভারত উপমহাদেশ গড়ে তুলতে তাঁদের কোনও উদ্যোগ নেই। কারণ, চিনের অস্বচ্ছ নীতি ও সঠিক আইনের শাসনের বিরোধিতা সেই পথ আটকে রাখছে।”